বৈশাখ বলল ইস্
আমি ছিলাম ভাগ্যিস
তাই নতুন বছর আসে ।
জষ্ঠী বলল থাম্
লোকে কেমনে খেত আম
যদি আমি না থাকতাম পাশে ।।
আষাঢ় বলল থাক্
তোদের বর্ষপূর্তি রাখ্
আমিই বাঁচাই গরমের শেষে ।
শ্রাবণ বলল ইশশ্
লোকে কোথায় পেত ইলিশ
নদীর পাশে না দাঁড়ালে এসে ।।
ভাদ্র বলল ইসে
আমি কম যাই বা কিসে
আমার সাথেই শুরু শরতের যাত্রা ।
আশ্বিন বলে থাম্
তোর গরমে ঝরে ঘাম
আমিই আনি আগমনীর বার্তা ।।
কার্তিক বলে বেটা
তোদের ঝগড়া এবার মেটা
চেয়ে দেখ গাঁয়ে নবান্নের সুর ।
অঘ্রাণ বলে ঠিক
বলেছিস সঠিক
আনন্দের মাঝে ঝগড়া থাকুক দুর ।।
পৌষ বলল বেশ
হোক ঝগড়া ঝাটির শেষ
আমি
Kao
Komentar
Udio
Sunita Giri
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Antara (Rosy) Dutta
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Uttara Barik
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Amrita Sweetie Sood
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?