আমার দীডির রচনা
প্রতিশোধ
যতবার আসো কাছে
চুপ করে যাই পাছে
গায়ে পাই রোজই প্রায় নিত্যনতুন গন্ধ
মুখ টিপে থাকলেই হয়না সে যে অন্ধ
যেটুকু কাছে আসো
ছল করে ভালোবাসো
চেষ্টা করি,সেইটুকু যেন না হয় বন্ধ।।
এতটাই চাই তোমাকে
দেখতে পাওনা দেমাকে
মদমত্ত থাকো হরদম অহংকারে
নত হতে হয় আমাকেই বারে বারে।।
বয়েস কমেনা, সেতো ক্রমেই বাড়ে
লীলাসহচরীরা একদিন যাবে সরে
আমিতো শুধু আছি অপেক্ষায়
হিসেব সময়মতো নেবো পুরো করে
Respect!
Kommentar
Delen
Jitaditya Saha
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?