হঠাৎ ঘুরে আসা
এটা আমার প্রথম লেখা , লিখলাম কারণ না লিখলে মনটা ছটপট করত , কিছুদিন আগে করোনা আবহে যখন গৃহ বন্দি সবাই , আমার অবস্থা তাঁর ব্যাতিক্রম হইনি । এরপর যখন আমরা সবাই ধীরে ধীরে স্বাভাবিকের পথে তখন মনটা অনেক দিন বন্দি থাকার পর ছটপট করতে লাগল , ভাবলাম কোথাও কাছে পিঠে থেকে ঘুরে আসলে কেমন হয় , যেমন কথা তেমন কাজ , search engine এ search করলাম , খুজে পেলাম একটা । নাম তাঁর মৌসুনী দ্বীপ ।গাড়ি নিয়ে বেড়িয়ে পড়লাম । গিয়ে বুঝলাম মন যেন কিছু অজানা আবিস্কার করে ফেলার আনন্দে উত্তাল হয়ে উঠল । সকাল গড়িয়ে সন্ধ্যা হতেই মন হারানোর বন্দরে যেন উপস্থিত হলাম । এত রূপসী সন্ধ্যা আমি দেখিনি । আর ক্রমাগত ঢেউ এর আমাদের ছুঁয়ে যাওয়া যেন বলে যাচ্ছে আমি আবার আসছি একটু দাঁড়াও ।
রাতে একমনে ভাবছি দ্বীপ বুঝি একেই বলে যেখানে নির্জনতা ভাষা কানে ফিস সিস করে বলে চলে আবিরাম অজস্রবার । রাতে শুতে গেলাম TENT এ , সে আর এক অভিজ্ঞতা পাহাড় আর জঙ্গল ছাড়া যে tent এ রাত কাটাব ্ভাবতেই পারিনি । ভীষণ সুখকর দুটো দিন কাটিয়ে দ্বীপ ছেড়ে বেড়িয়ে আসার আগে সকলের অগচরে চুপিসারে বলে এলাম আবার আসব এখন চলি মৌসুনী । যেটা না বললেই নয় যেখানে ছিলাম তাঁদের ব্যবস্থাপনা খুব সুন্দর নামটা "মৌসুনী ঝিনুক ক্যাম্প" যার মালকিন কিছুদিন আগে "didi number 1" এ গেছিল ।
যোগাযোগ করতে চান ঃ
Saikat Dasgupta 4 yrs
Ektu beshi cost ta