37 w ·Translate

শ্রীশ্রীগুরবে নমঃ
শিব পুজা কি সকলকে করতে হয় ?
হাঁ,শিবলিঙ্গ পূজা না করে যে অন্য পূজা করে তার সে পূজা বিফল হয়,অন্তে নরকে গমন করে থাকে ৷ ব্রাহ্মণাদি বর্ণত্রয় যদি শিব পূজা না করে তাহলে চণ্ডালত্ব প্রাপ্ত হয়,শিব পুজাহীন শুদ্রও শূকরের মত ৷ যে গৃহে শিব পূজা হয় না সে গৃহ বিষ্ঠাগর্ত্ত সদৃশ ৷
শিব কোন ফুল ভালবাসেন ?
আকন্দ,ধুতরা ও পদ্মফুল শিবের প্রিয় ! সকলের চেয়ে বিল্বপত্রই অধিক প্রিয় ৷
বিল্বপত্র প্রিয় কেন ?
একদিন লক্ষ্মী দেবী ভগবানকে জিজ্ঞাসা করেন "তোমার সর্ব্বাপেক্ষা প্রিয় কে ? আমি জানতাম আমিই তোমার সর্ব্বাপেক্ষা প্রিয়া,কিন্তু সেদিন দেখলাম আমা অপেক্ষা নীলকণ্ঠ তোমার অধিক প্রিয়,তাঁহা অপেক্ষা তোমার অধিকপ্রিয় আর কেহ আছে কি ?" ঠাকুরটি বললেন---আমার বহু প্রিয়তম নাই,দেহীর দেহের ন্যায় শিবই আমার একমাত্র অহৈতুক প্রিয় ৷ মানুষের পুত্রের জন্য,যৌবনের জন্য,গৃহের জন্য স্ত্রী প্রিয়া ৷ পুত্র পিণ্ড এবং কীর্ত্তির জন্য প্রিয় ৷ বিপদত্রাণ এবং সুখের জন্য ধন প্রিয় ৷ ধর্ম্মাত্মাগণের ধর্ম্মের জন্য শরীর প্রিয় ৷ সকলই প্রয়োজন হেতু প্রিয় ৷ কেবল প্রীতির জন্য প্রিয় এরূপ দেখা যায় না ৷
পূর্ব্বে আমি একদিন প্রিয় প্রাপ্তি কামনায় পৃথিবীতে গমন করে দশদিক ভ্রমণ করতে থাকি ৷ ভ্রমণ করতে করতে যাকে দেখতে পাবো তিনিই আমার অকৃত্রিম প্রিয় হবেন ইহা মনে মনে স্থির করি ৷ এমন সময় শঙ্করের সহিত সাক্ষাৎ হল ৷ তিনিও আমার মত প্রিয় প্রাপ্তির জন্য ভ্রমণ করছিলেন ৷ উভয়ে উভয়ের প্রতি দৃষ্টিপাতমাত্র পূর্ব্ব জন্মার্জ্জিতা বিদ্যার ন্যায় মহতী প্রীতি জন্মিল ৷ ঘটদ্বয় স্থিত জলের ন্যায় আমার ও শঙ্করের কোন ভেদ নাই ৷ যে ব্যক্তি ভক্তিপূর্ব্বক শঙ্করের পুজা করে সে আমার প্রিয় হয় ৷ কমলা কেশবের মুখে এই কথা শুনে---আমি শিব-পূজা বিমুখী তাহলে আমি কেশবের প্রিয়া নই,আমায় ধিক্ আমায় ধিক্---এরূপ বলতে লাগলেন ৷ শ্রীভগবান বললেন---দেবি দুঃখিত হয়ো না ৷ তোমায় শিবপূজায় প্রবর্ত্তিত করবার জন্য এইরূপ বলছি ৷ তুমি আজ হতে শিবপূজা করে শিবের ন্যায় আমার প্রীতি-পাত্রী হও ৷
কমলা বললেন---"ঠাকুর ! আপনার নীলকণ্ঠ কোন পুষ্পে বিশেষ পরিতুষ্ট হন ?" ঠাকুরটী বললেন---অষ্টোত্তর শত পয়স্বিনী ধেনু ব্রাহ্মণকে দান করলে যে ফল হয়,করবী পুষ্পের দ্বারা পুজা করলে সেই ফল হয় ৷ সুরক্ত করবীদানে দ্বিগুণ ফল লাভ হয় ৷ শেফালিকাপুষ্প দানে কোটি রৌপ্যময় পুষ্পদানের ফল হয়,কুন্দ পুষ্পে তদপেক্ষা শতগুণ,মল্লিকা পুষ্পে তাহা অপেক্ষা শতগুণ,মুক্তার দ্বারা মুক্তা-লিঙ্গপূজনে যে ফল হয় দ্রোণ পুষ্প দানে সেই ফল হয় ৷ চম্পক পুষ্পে স্বর্ণ পুষ্পের দ্বারা স্বর্ণ-লিঙ্গ পূজনের ফল হয় ৷ শিরিষ পুষ্প দ্বারা পূজা করলে বৈশাখ শুক্লেপক্ষে শিবকে চামরের দ্বারা ব্যজনের তুল্য ফল হয় ৷ নাগকেশর পুষ্পদানে অশ্বমেধের ও মুচুকুন্দ পুষ্পে গয়া শ্রাদ্ধের ফল হয় ৷ তুলসী পত্র দানে তাহা অপেক্ষা শত গুণ ফল হয় ৷ তগর পুষ্পে চান্দ্রায়ণ ব্রতের ফল,বজ্র পুষ্প দানে কাশীক্ষেত্রে উপবাসের ফল হয় ৷ ধুস্তুর পুষ্পে শত একাদশীর উপবাসের ফল হয় ৷ কেতকী ভিন্ন শিবের প্রিয়জনক আরও অনেক ফুল আছে ৷ সর্ব্বপ্রকার পুষ্পদানে যে ফল হয় একমাত্র পদ্মপুষ্পে সেই ফল হয় ৷ পদ্মের অধিক প্রিয় পুষ্প শঙ্করের আর নাই,তুমি পদ্মপুষ্পের দ্বারাই পূজা কর ৷
লক্ষ্মীদেবী শ্রীভগবানের কথা শুনে নিত্য সহস্র পদ্মফুল সরোবর হতে তুলে তিনবার গণনা করে তদ্বারা মহেশ্বরের পূজা করতে আরম্ভ করলেন ৷ এইরূপভাবে একবৎসর অতীত প্রায় ; এমন সময় একদিন কমলা পদ্মের দ্বারা শিবপূজা করতে করতে দেখলেন দুটি পদ্ম কম হচ্ছে,কেন এমন হল কিছু বুঝতে পারলেন না ৷ মনে মনে চিন্তা করতে লাগলেন,নিত্য যেমন তিনবার গণনা করি ভক্তিহীনতাবশতঃ আজ কি তিনবার গণনা করিনি ! এখন উপায় কি ? নিত্য সহস্র পুষ্পের দ্বারা পূজা করবো এ সঙ্কল্প কেমন করে রক্ষা হবে ? পূজার সময় আসন ত্যাগ করাও চলে না---অপরের দ্বারা আহরণ করলে সঙ্কল্প ভঙ্গ হবে, কি করি ? কি করি ?...এইরূপ ভাবছেন এমন সময় মনে হল শ্রীভগবান স্তনদ্বয়কে পঙ্কজদ্বয় বলেন,তাঁর কথা তো মিথ্যা হতে পারে না ৷ এই স্তনযুগল দ্বারা শিবের পুজা করবো---সহস্র সংখ্যা পূর্ণ হোক ৷..লক্ষ্মীদেবী ইহা স্থির করে বাম হস্তের দ্বারা স্তন ধারণ করত দক্ষিণ হস্তের দ্বারা কর্ত্তরী গ্রহণ পূর্ব্বক বাম স্তন ছেদন করে প্রহৃষ্টান্তঃকরণে রক্তাক্ত সেই পয়োধর 'নমঃ শিবায়' বলে শিবের উপর দান করলেন ৷ পুনরায় যখন দেবী দক্ষিণ স্তন ছেদন করবার উপক্রম কচ্ছেন এমন সময় স্বর্ণ লিঙ্গে মহেশ্বর আবির্ভূত হয়ে বললেন "মা সমুদ্রতনয়ে ! আর স্তন ছেদন করো না; তোমার বাম স্তন পূর্ব্ববৎ হোক ৷ আমি তোমার পরমা ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমার মনোরথ পূর্ণ হোক ৷ যে ছিন্ন স্তন তুমি আমার মস্তকে অর্পণ করেছ তা পৃথিবীতে শ্রীফল নামক বৃক্ষ হবে ৷ মুর্ত্তিমান তোমার ভক্তি বৃক্ষ যাবচ্চন্দ্র দিবাকর পৃথিবীতে অবস্থান করে তোমার কীর্ত্তি ঘোষণা করবে ৷ হে দেবি ! সেই বৃক্ষ আমার অতি প্রিয় হবে,তার পত্রের দ্বারা আমার পূজা হবে ৷ স্বর্ণ মুক্তা প্রবালাদি ও অন্যান্য পুষ্প বিল্বপত্রের কোটি অংশের একাংশের যোগ্য হবে না ৷ আমার ত্রিনেত্র যেমন প্রিয়,গঙ্গাজল যেমন প্রীতিপ্রদ,সেইরূপ বিল্বপত্র আমার প্রিয়তম ৷"
মহেশ্বর বললেন---"বিষ্ণুকান্তে ! আমি পরম প্রসন্ন হয়েছি,বর প্রার্থনা কর ৷" দেবী বললেন---"হে শঙ্কর ! আমি আজ আপনার কৃপায় যথার্থ বিষ্ণুপত্নীত্ব লাভ করলাম ৷ সুদুর্লভ আপনার দর্শন লাভে কৃতার্থ হলাম ৷ ইহা অপেক্ষা আর কি বর আছে ? প্রভো ! হে দেব ! আপনার চরণে শ্রদ্ধা ভক্তিই প্রার্থনা করি ৷" মহেশ্বর তথাস্তু বলে অন্তর্হিত হলেন ৷

image