আমাদের খুব ছোটখাটো দোষত্রুটি অন্যকে কষ্ট দেয়, সে ক্ষেত্রে তা সংশোধনের ব্যাপার আসতে পারে। নিজে কথা কম বলা কিন্তু অন্যেরটা বেশি করে শোনা, অযথা পরিকল্পনা বর্জন কিন্তু বেশি করে কার্য সফল করা, অন্যের ব্যাপারে কম নালিশ তরে বরং বেশি করে উৎসাহ প্রদান, কমাতে হবে সন্দেহ, অবহেলা, ভয়, কৃতজ্ঞতা বোধ, পক্ষান্তরে বাড়তে হবে ইতিবাচক বিষয়গুলো। জীবনকে পরিবর্তন ও উন্নত করতে নতুন বছরের রেজোলিউশন জীবনের অতীব প্রয়োজনীয় অংশ।

image