স্বভাব
- হিরেন্দ্র মান্ডি।
অচেনা হয়ে গিয়েছি আমি
কারন
বদলাতে হয়েছে স্বভাব।
হারিয়ে গিয়েছি এই ভিড়ে
কারন
বাধ্য করেছে অভাব।
যুক্ত হয়ে গিয়েছি লোকে
কারন
নেই কোনো বিকল্প।
বুঝবে না সবাই কারনটা
কারন
ভাবছে ওরা অল্প।
সম্পর্ক এখন অনেক দূরে
কারন
বাধ্য করেছে দুমড়াতে।
ক্লেশ তো সবাই বুঝে না
কারন
ওরা যে নেই কষ্টতে।
সময় সবার থাকে না ভালো
কারন
মনের ঘড়ি আলাদা।
হাঁটছি আমি অন্ধকার পথে
কারন
'আলো' আজ করেছে আলাদা।
Like
Comment
Share