কবি অভুক্ত শুকনো ঠোঁটের কোনে আশার আলো.. সামনেই ক্ষুধার্ত মিছিল.. তাঁর হাসিটি অমন, এখনই তাদের ঠোঁট জলে ভিজে যাবে, ঘুমে জড়িয়ে আসবে চোখ, শিশুটির মা স্তন্য দান করছেন, কিছুক্ষনের জন্য ওরা উল্লাস ছড়িয়ে দেবে আকাশের দিকে, যেখান থেকে কোনো রুটিই তাদের জন্য বরাদ্দ হয়নি কোনোদিন..