ছবি আমার বুকে বেঁধে,
পাগল হয়ে কেঁদে কেঁদে,
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি’,
যেদিন আমায় খুঁজবে –
বুঝবে সেদিন বুঝবে!