বলছি এক ললনার কথা ।

হাটি হাটি পা পা, এলো এক ললনা,

দেখিতে লাগিলাম তাকে ।

খোপা বাধা চুল, প্রাণ খোলা হাসি,

কত সুন্দরই না তার সাজ ।

সে যে হেসে যায়, হেসে চলে যায়,

চোখে তার এক মিলন লাজ ।

কেশদাম তাহার যেন ফুলেরই বাহার,

হার মেনে যায় সবাই।

ছোট ছোট পুষ্প-কন্যা যেন কহে ডাকিয়া তাহারে,

“হায়! একি বিধাতার কারবার!” ।

কত সহস্র রাত জাগি, এঁকেছি তোমারি ছবি,

সে কি জানো তবে মোর কথা? মিত্র মেনে মনে, তোকে রাখিব স্বরণে,

এহি মোর প্রার্থণা ।

পাগল এক আমি, করি পাগলামি,

নিয়ো না মনে তুমি রূপবতী ললনা ।

হে মিত্র, তবে তুমি পুজো কাহারি জন্যে?

পুজো যদি তবে তুমি এই অধমেরই জন্যে ।