বৈশাখ বলল ইস্
আমি ছিলাম ভাগ্যিস
তাই নতুন বছর আসে ।

জষ্ঠী বলল থাম্
লোকে কেমনে খেত আম
যদি আমি না থাকতাম পাশে ।।

আষাঢ় বলল থাক্
তোদের বর্ষপূর্তি রাখ্
আমিই বাঁচাই গরমের শেষে ।

শ্রাবণ বলল ইশশ্
লোকে কোথায় পেত ইলিশ
নদীর পাশে না দাঁড়ালে এসে ।।

ভাদ্র বলল ইসে
আমি কম যাই বা কিসে
আমার সাথেই শুরু শরতের যাত্রা ।

আশ্বিন বলে থাম্
তোর গরমে ঝরে ঘাম
আমিই আনি আগমনীর বার্তা ।।

কার্তিক বলে বেটা
তোদের ঝগড়া এবার মেটা
চেয়ে দেখ গাঁয়ে নবান্নের সুর ।

অঘ্রাণ বলে ঠিক
বলেছিস সঠিক
আনন্দের মাঝে ঝগড়া থাকুক দুর ।।

পৌষ বলল বেশ
হোক ঝগড়া ঝাটির শেষ
আমি