অবৈধ
~~~~
নিতান্তই ভালোবাসাহীন ভাবে কাটছে দিন
প্রেম আর প্রভুত্ব সমার্থক হচ্ছে রোজ
ঠোঁটের কথা আর চোখের ভাষা
রোজ বদলায় যে......
দারুন নিষ্ঠুর ভাবে প্রতিনিয়ত ফিরে যাওয়া
কষ্ট আর অবহেলায় কাটছে রাত
রাজপথের ছুরির আঘাতের চেয়ে
এ আঘাত কম কিসের
এ তো মৃত্যুর চেয়ে ও ভয়ঙ্কর
নিষ্ঠা হয় দোষের????
নিদারুন অপমানের পরেও পথ চলা
সম্পর্ক হারানোর ভয়ে দিশাহীন
তারা ভরা রাতগুলো সব জানে ঠিকই........
জানেনা কেবলই ফেরার ঠিকানা...
কল্যাণী
(repost)