চল এই ছেলেটা স্নান করছে...ভিডিও করে নি....উফফ....কি লাগছে রে....পরে এই ভিডিও টা ইন্টারনেট এ ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক করবো..তাতেও যদি রাজি না হয়...রেপ করে দেবো....আর তাও না মানলে গোটা ইন্টারনেট এ ছেড়ে দেবো...সব পর্ণ সাইটে পোস্ট করে দেবো....শালা আর মুখ দেখাতে পারবে না...রাস্তায় বেরোলেই সবাই ছিঃ ছিঃ করবে...."নষ্ট পুরুষ" বলবে...."দুশ্চরিত্র ব্যটা" বলবে...আহা...দারুন মজা হবে...সব কিছুর পর ছেলেটা আবার আসবে ভিডিও টা ডিলিট করে দেওয়ার দাবী নিয়ে তখন আবার সেই সুযোগ এ রেপ করবো....কিন্তু আসলেই ওটা আমাদের প্ল্যান থাকবে..কিছুদিন পর আর লজ্জায় মুখ দেখাতে না পেরে ছেলেটা আত্মহত্যা করবে.....
ভাবছেন এ আবার কি লিখেছি...মেয়েরা আবার রেপ করতে পারে নাকি???
মেয়েরা কোনো ছেলের স্নান করা অবস্থায় ভিডিও করেছে নাকি??
মেয়েরা সেটা পর্ণ সাইটে পোস্ট করেছে নাকি??
এ আবার হয় নাকি???
আচ্ছা হওয়ালেই তো হয়..ছেলেরা যদি একই কাজ করতে পারে স্বচ্ছল ভাবে তাহলে মেয়েরা পারবে না কেন???
আমাদের দেশএর কিছু সংখ্যক মেয়ের মৃত্যু কিন্তু এভাবেই হয়...তার মধ্যে যেমন আপনার বোন থাকতে পারে, তেমনি আপনার বউ/মা যে কেউ ই থাকতে পারে....একজন মানুষ আত্মহত্যা কিন্তু এমনি এমনি করে না...তার পিছনের কারন টুকু আমরা কেউ ঘেঁটে দেখি না...আসলেই দেখার চেষ্টা করিনা..শুধু বলে দিই "মেয়েটার চরিত্রে গণ্ডগোল ছিলো....মেয়েটা পাক্কা বেশ্যা.."
#সংগৃহীত