এক পড়ন্ত গোধূলিলগ্নে যখন বৃষ্টি থেমে যায় কিন্তু,, গাছের সবুজ কচিপাতা গুলো তখনও বৃষ্টিস্নাত হয়ে ভেজা,,
সোনালি ফুলগুলো তার হলুদ রঙের কোমল আভায় এক জল রঙের ছবি হয়ে ফুটে থাকে।।
তেমনই এক ভেজা সন্ধ্যায় নির্জন নিস্তব্ধ ছাদের চিলেকোঠায় একা আমি,,,, একা আমি!!!

image