চিত্রশিল্পী Jean Leon Gerome এর আঁকা এটি একটি বিখ্যাত চিত্র(1896),উনিশ শতকের এক লোককথা কে ভিত্তি করে ছবিটি তৈরি করা হয়েছিল।
ছবিটির শিরোনাম হল -"The Truth Is Coming Out Of The Hell"
গল্পটা ছিল এমন -সত্য ও মিথ্যা একবার পরস্পর দেখা করলো কিছু বিষয়ে মীমাংসার জন্য।হাঁটতে হাঁটতে তারা পৌছলো একটা কুয়োর পাশে।
মিথ্যা বললো - দেখো কী পরিস্কার জল, চলো স্নান করি।বলাবাহুল্য সত্য বিশ্বাস করেনি মিথ্যার কথা। নিজে পরখ করে দেখবার পর যখন সে দেখলো সত্যই কুয়োর জল পরিস্কার তখন সে মিথ্যার আর্জি তে রাজী হয়।দুজনে পোশাক ছেড়ে নেমে পড়ে কুয়োর জলে।স্নানের মাঝে মিথ্যা কুয়ো থেকে উঠে এসে সত্যের পোশাক পরে পালিয়ে যায়।খানিকক্ষণ পরে মিথ্যাকে ফিরতে না দেখে হতভম্ব হয়ে সত্য ওপরে উঠে এসে দেখে মিথ্যা কোথাও নেই, এমন কি সত্যের পোশাক ও নেই।রাগে সত্য বের হল মিথ্যা কে খুঁজতে কিন্তু নগ্ন সত্যকে দেখে সভ্য সমাজের মানুষেরা ছিছি-ধিক্কার শুরু করলো।সত্য অনেক চেষ্টা সত্ত্বেও তাদের বোঝাতে না পেরে রাগে-দুঃখে-অপমানে আবার কুয়োর মধ্যে নেমে গেল।তারপর থেকে সত্যকে আর কেউ দেখেনি।
"যাকে দেখা যায় সে হল সত্যের পোশাক পরা মিথ্যা"
কলমে